শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডের বেতনের প্রস্তাবসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষকদের উন্নীত গ্রেডের বেতনের প্রস্তাবসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু কাউছার ভুইয়া।
উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি ফেরদৌস মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, প্রধান শিক্ষক ময়নাল হোসেন, আব্দুল আলীম, ময়নাল হোসেন, আক্তারুজ্জামান, রাজিব ভুইয়া, জিয়াসমিন আক্তার, সাহেলা আক্তার, পারভীন আক্তার, লিল মিয়া, মাওলানা অলী উল্লাহ সুলতানী, আবু হানিফ, বেনজির আহাম্মদ, লুৎফুর রহমান, আবু কাউছার, জাকির হোসেন, সহকারী শিক্ষক মজিবুর রহমান, এমদাদ হোসেন, সৈয়দা জেবুন্নেসা নার্গিস, আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন, কামরুল হাসান, মীর জাকির হোসেন, বাবুল মিয়া, আলেকজান্ডার, এমরান হোসেন, কামরুল ইসলাম, মিজানুর রহমান, মীর রাশেদ মোশাররফ, তাসলিমা আক্তার, সালাহ উদ্দিন, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, ওমর ফারুক, লিপু মিয়া, জাকির হোসেন, রফিকুল ইসলাম ও আবু নেছার প্রমুখ।
মানববন্ধন শেষে প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডের বেতনের প্রস্তাবসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বরকলিপি প্রদান করা হয়।