মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে আট কেজি গাজাঁসহ ৫৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ১০টি মাদক মামলার আসামীসহ তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার বি-পাড়া থানার আশাবাড়ী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বাবুল মিয়া (৩২), একই থানার নাইঘর গ্রামের আলী নেওয়াজের ছেলে সাইফুল (৩০) ও মুরাদনগর থানার মধ্যনগর গ্রামের মৃত ফরিদ মিস্ত্রির ছেলে শাহ আলম (৩০)।
বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইলেয়টগঞ্জ-মুরাদনগর সড়ক হয়ে একটি মাদকের চালান মুরাদনগরের দিকে আসছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই আবুল কাশেমের নেতৃত্বে এক দল পুলিশ বুধবার রাতে মুরাদনগর-ইলেয়টগঞ্জ সড়কের বোরারচর ব্রীজে চেকপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালায় এ সময় বি-পাড়া থানার ১০টি মাদক মামলার আসামী বাবুল মিয়া ও সাইফুলকে আট কেজি গাজাঁসহ আটক করে।
অপরদিকে এসআই গোফরানের নেতৃত্বে একদল পুলিশ মধ্যনগর গ্রামে অভিযান চালিয়ে ৫৮ পিছ ইয়াবাসহ শাহ আলমকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। বুধবার বিকেলে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।