আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
‘‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’’ এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ রিলিটেড, কোম্পানীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৬ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর হাশেমিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা প্রঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড’এ কুমিল্লা জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: শরিফুল আলমের সভাপতিত্বে ও সহকারী প্রকল্পকর্মকর্তা মো:মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মুরাদনগর উপজেলার শাখা প্রধান বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সাদেক ভূইয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার ও আরডিএস কুমিল্লা জোন ইনচার্জ মো: মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এখনই বৃক্ষরোপনের উপযোক্ত সময়। আমরা নিজে এবং আমাদের আগামী প্রজন্মকে সুস্থ্য রাখতে হলে বৃক্ষের কোন বিকল্প নাই। বক্তারা উপস্থিত সকলের মাঝে বৃক্ষরোপনের গুরুত্ব তোলে ধরেন এবং অনুষ্ঠানে আসা প্রত্যেকের হাতে একটি করে ফলজ চারা তোলে দেন।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মাদরাসা প্রঙ্গনে চারটি ফলজ চারা রোপন করেন।