মো: হাবীবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষে ৭টি ইউনিয়ন কমিটির সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পূর্বধইর পূর্ব ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, পূর্বধইর পশ্চিম ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মিজানুর রহমান, উপজেহলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আকুবপুর ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ মোল্লা, আন্দিকুট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, ম্যারিজ রেজিষ্টার, ইউপি সদস্য ও সদস্যাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।