মোঃ তরিকুল ইসলাম তরুন, বিশেষ প্রতিনিধিঃ
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে বাঙ্গরাবাজার থানাধীন পূর্বধৈইর পূর্ব চাপৈর গ্রামের ড্রেজার ব্যবসায়ী হাজী গোলাম মোস্তফাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ০৪ নং পূর্বধইর পূর্ব ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের চাপৈর এলাকায় পিতা মৃত আব্দুল মজিদ এর ছেলে হাজী গোলাম মোস্তফা অবৈধভাবে কৃষি জমি কেটে মাটি উত্তোলনের সময় ড্রেজার চলাকালীন চাপৈর গ্রামবাসীর অভিযোগে আলোচিত ড্রেজার ব্যবসায়ী হাজী মুস্তফার দু টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মুস্তফাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
মোস্তফার অরৈধ ড্রেজার কার্যক্রম দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানায়।তারা আরো বলে যে পূর্বধইর পূর্ব ইউনিয়নের চাপৈর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে গোলাম মোস্তফা। চাপৈর বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমিগুলি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে প্রায় দশ একর জমি তার নামে নিয়ে নেয়। তার ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ করতে না পেরে স্থানীয় ভাবে নাম প্রকাশ না করে এসিল্যান্ড সাইফুল ইসলাম কমলকে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি অবহিত করে।আর ভুমি কমিশনার
সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেশিন মালিক হাজী মুস্তফা কে ৫০ হাজার টাকা জরিমানাসহ ২ টি ড্রেজার মেশিন জব্দের নির্দেশ দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান অব্যাহত থাকবে।