এম কে আই জাবেদ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃহস্পতিবার ২ জুলাই ২২টি নমুনার ফলাফলে করে ১০ জনের করোনা পজেটিভ তার মধ্যে ২ জন পুরাতন আক্রান্ত রোগী এবং নতুন করে ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। নতুন করে পূর্বের আক্রান্ত ৩ জনের নেগেটিভ আসায় তারা সুস্থ্য ঘোষিত হয়েছেন।
নতুন করে করোনায় আক্রান্তরা ৮ জন হলেন: ইউএনও গাড়ী চালকসহ ও অফিসের কার্রচারী-২ জন, কৃষি ব্যাংক মুরাদনগর শাখার অফিসার- ১ জন বয়স ২৭ ( বর্তমানে নরসিংদী শিবপুরে), নবীপুর গ্রামের-১ জন ( ৭০), টনকি ইউনিয়নে চৈনপুর গ্রামের- ১ জন (৩০), সহকারি স্বাস্থ্য কর্মীর স্বামী মুরাদনগর সদরে- ১ জন(৫৫), নোয়াগাও গ্রামের-১ জন নারী (২০) এবং মুরাদনগরের ২৮ বছর বয়সী এক যুবক।
মুরাদনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে ২ জুলাই এই সংবাদ লেখা পর্যন্ত জানাগেছে উপজেলা থেকে ১৩৫২ জনের নমুনার সংগ্রহ করা হয়।
তার মধ্যে প্রাপ্ত ১৩০৬ জনের নমুনার ফলাফলে ২৫৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সুস্থ্য হয়েছে ১৫৮ জন এবং করোনায় ভাইরাস নিয়ে মৃত্যুবরণ করেন ১২ জন।