মো নাজিম উদ্দিনঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ ৫জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
বুধবার বিকেলে জলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেননের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে এক জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ার ম্যান পদে দুই জনের মনোনয়ন পত্র বাতিলের ঘোষনা দেয়া হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
ভাইস চেয়ারম্যান পদে, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব রাজিব মুন্সী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, আফরোজা আনওয়ার ও কুলসুম হাসান মিতু।