মুরাদনগর বার্তা অনলাইন ডেস্কঃ
মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লার মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটি-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর তামীরুল উম্মাহ ইসলামি কমপ্লেক্স প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর তামীরুল উম্মাহ ইসলামি কমপ্লেক্সের পরিচালনা পরষদের সহ- সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এসময় প্রধান অতি থি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটি প্রধান উপদেষ্টা মোঃ অলি উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটির উপদেষ্টা রেজাউল করিম, উপদেষ্টা বাবুল সরকার এবং প্রতিষ্ঠাতা তাসউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটি সভাপতি নাদিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ইমরান খান।
এসময় আরো উপস্সাথিত ছিলেন, সাধারন সম্পাদক সাইঈ আহমেদ, অর্থবিষযক সম্পাদক কামরুল মুন্সি, ক্যাম্পিং বিষয়ক সম্পাদক লোকমান আহমেদ জিজান, ১২ নং রামচন্দ্রপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, ফাতেমা আক্তার, কমপ্লেক্স পরিচালনা কমিটির মোঃ মনির, সহ- সাধারণ সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান ( হানিফ),কোষাধ্যক্ষ ডাক্তার মোঃ সাইফুল ইসলাম, মোজাফফর হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোঃ গোলাম মোস্তফা, নবীপুর গ্রামের হাজী মোহাম্মদ মতিন সরকার, মুয়াজ্জিন বারেক সরকার, মোঃ মুরশিদ আলম, মোঃ বাতেন সরকার, মোহাম্মদ সেলেম,মোঃ গিয়াস উদ্দিন মাস্টার, মোঃ জয়নাল উদ্দিন মাস্টার সহ আরো অনেক গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অদ্য প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দেশ ও জাতির কল্যাণসহ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মুরাদনগর বার্তা ডেস্ক : 










