মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের পিতা আবুল হোসেন মাষ্টার (বি.এস.সি- অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক) (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৭টা ৫০মিনিটের সময় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিকে ভুগছিলেন তিনি।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ফুসফুস জনিত কারণে ঢাকার ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।
মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ আসর মুরাদনগর উপজেলা সদরের বড় মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।