মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দাউদকান্দি বাজার ফুটবল একাদশ বনাম মুরাদনগর উপজেলা সদর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলকেই চ্যাম্পিয়ান ঘোষনা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী।
এসময় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ পরিচালনা কমিটির সদস্য সানাউল্লা সোহাগ প্রমূখ।