বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহামেদ ডিগ্রী কলেজে কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস বুধবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত হয়।
কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাদেকুল ইসলাম, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, কলেজের অধ্যাপক বজলুর রহমান, মো: সোলেমান,দ্বীন দয়াল পাল, তকদিরুল ইসলাম, মো: আবদুল হাফিজ, বেগম মাশহুদা, সায়মা আক্তার, ড. মো: মনিরুজ্জামান, মো: জসিম উদ্দিন প্রমুখ। পরে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক, রুটিন বিতরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ সাদেকুল ইসলাম নবাগত শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বলেন লেখা পড়ার কোন বিকল্প নেই। ইভটেইজিংকে কোন অবস্থায়ই বরদাস্ত করা হবে না। প্রতিষ্ঠানের রীতি-নীতি মেনে চলতে হবে। পড়া লেখার বিষয়ে শিক্ষকরা তোমাদের সহায়ক হিসাবে কাজ করবেন।
একাদশ শ্রেণিতে ২০২২ সালে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় এ পর্যন্ত ৮৫০জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।