সুমন সরকার, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর থানায় কর্মরত দুই পুলিশ কনস্টেবলকে ফুলেল সজ্জিত গাড়িতে করে বিদায় দিয়েছেন মুরাদনগর থানা পুলিশ।
রোববার দুপুরে মুরাদনগর থানা প্রাঙ্গনে কনস্টেবল মো: ইকবাল হোসেন ও মো: সামছুল হককে বিদায় জানানো হয়। চাকুরি জীবনের ৩৯বছর পদার্পন শেষে স্বেচ্ছায় অবসরে যান তারা।
এসময় থানা পুলিশের পক্ষ থেকে উপহার হিসেবে মুরাদনগর থানার (ওসি) আবুল হাশিম নামাজের জায়নামাজ, টুপি, তসবি, পাঞ্জাবি, আতর তুলে দেন দুই কনস্টেবলকে।
এসময় ফুলেল সজ্জিত গাড়িতে করে ইকবাল হোসেনের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তর দারোরা গ্রামে পৌছে দেওয়া হয়। আর সামছুল হককে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার উনঝুটি গ্রামে পৌছে দেওয়া হয়।
কনস্টেবল ইকবাল হোসেন বলেন, আসলে যে কোন বিদায়ই হচ্ছে কষ্টের। বাংলাদেশ পুলিশে যোগদান করার পর ৩৯ টি বছর এ বাহিনীতে কর্মরত ছিলাম। চাকুরির সুবাদে সহকর্মীরা সবাই মিলে একটি পরিবার ছিলাম। চাকুরি ছেড়ে অবসরে আসার সময় আমাদের সহকর্মীরা আমাদের বাড়ি পৌছানোর জন্য যে ব্যাতিক্রমী আয়োজন করেছে সে অনুভূতি প্রকাশের ভাষা নেই। আজ বিদায়বেলা সকল সহকর্মীদের জন্য শুভকামনা প্রত্যাশা করি।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো: আবুল হাশিম বলেন, আমি মুরাদনগর থানায় যোগদান করার পর এই প্রথম ব্যাতিক্রমি নানা আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত দুই পুলিশ কনেষ্টেবলকে বিদায় জানালাম। বিদায়বেলা এমন ব্যাতিক্রমী আয়োজন করতে পেরে মুরাদনগর থানা পুলিশ আনন্দিত।