মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিঃ
কুমিল্লা মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা ব্রেড,বিস্কুট প্রস্তুতকারক মালিকদের এক আলোচনা সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।
রামচন্দ্রপুর সড়কের খাদিজা মঞ্জিলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতির সভাপতি তারেক কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মজিবুর রহমান, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন।
মুরাদনগর আল-মদিনা বেকারীর মালিক হানিফ মিয়ার সভাপতিত্বে এবং পান্নারপুল মদিনা বেকারীর মালিক ইব্রাহিম খলিলের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দেবিদ্বার জনতা বেকারীর মালিক ফরিদ মিয়া, রসুলপুর নিশান বেকারীর মালিক মফিজুল ইসলাম, ভাই ভাই বেকারীর মালিক ফজলুল হক ,মুরাদনগর জনতা বেকারীর মালিক ইদ্রিস মিয়া, দারোরা মীম বেকারীর মালিক শফিকুল ইসলাম, নবীপুর হাসান বেকারীর মালিক মজিবুর রহমানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও নতুন করে অরোপিত বিভিন্ন প্রকার করের প্রভাবের কারণে তাদের উৎপাদিত পন্যের মূল্য বৃদ্ধি করা হয়। তবে জেলা কমিটির নির্দেশনা মোতাবেক মূল্য বৃদ্ধির দাবীতে আগামী ৫ ও ৬ নভেম্বর বেকারী মালিকগন তাদের উৎপাদিত পন্য বাজারজাত করণ বন্ধ থাকিবে। দুইদিন বাজারজাত বন্ধ রেখে ৭ নভেম্বর থেকে উৎপাদিত পন্য নতুন মূল্যে বাজারজাত করা হবে। সকল মালিকগন এ নিয়ম মেনে চলতে হবে। এ আইন না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
আলোচনা শেষে মুরাদনগর আল-মদিনা বেকারীর মালিক হানিফ মিয়াকে সভাপতি, পান্নারপুল মদিনা বেকারীর মালিক ইব্রাহিম খলিলকে সাধারন সম্পাদক ও দারোরা মীম বেকারীর মালিক শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার বেকারী মালিকদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।