ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগর দৌলতপুরে ২ দিন ব্যাপী নজরুলের জন্মজয়ন্তী উৎসব শুরু

মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ

জাতীয় কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবির স্মৃতি বিজরিত কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরের মুন্সী বাড়িতে বুধবার বিকেলে ২ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান ও জন্মজয়ন্তী উৎসব শুরু হয়।

মানবতা, সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে মুন্সী বাড়িতে এসেছিলেন। বন্ধু আলী আকবর খানের সঙ্গে তাঁর বাড়িতে আসেন কবি। এখানকার সবুজ-শ্যামল পরিবেশ কবিকে দারুণভাবে আচ্ছন্ন করলে কবি নজররুল মুন্সী বাড়ির আবদুল খালেক মুন্সীর মেয়ে সৈয়দা খাতুন। কবি আদর করে ডাকতেন নার্গিস। সেই নার্গিসকে বিয়ে করে দাম্পত্য জীবনের বন্ধন তৈরী করেন তিনি।

এখানে কবি রচনা করেছেন বহু কবিতা, গান আর ছড়া। সেই দৌলতপুর আজও অবহেলিত ও উপেক্ষিত। এখানে রাষ্ট্রীয়ভাবে কবির নামে হয়নি কোনো প্রতিষ্ঠান। এ অবস্থার মধ্য দিয়েই ১১৭তম জন্মবার্ষিকী পালন শুরু হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় মুরাদনগর উপজেলা প্রশাষনের উদ্যেগে জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে  মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রামচন্দ্রপুর কলেজের বাংলা বিভাগের প্রধান মো: শাহ্ আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম, চাপিতলা কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার, খাঁ পরিবারের সদস্য বাবুল আলী খাঁ, মুন্সী পরিবারের লৎফর রহমান মুন্সী প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ও রাতে দৌলতপুর নার্গিস নজরুল শিল্পকলা একাডেমীর পরিবেশনায় কবি নজরুলের রচিত নাটক মধুমালা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ২ দিন জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি, জেলা পুলি সুপার শাহ আবিদ হোসেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইউম খসরু বিশেষ অতিথি, লেখক ও নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক সংবার্ধিত অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের স্বাগত বক্তব্য রাখার কথা রয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগর দৌলতপুরে ২ দিন ব্যাপী নজরুলের জন্মজয়ন্তী উৎসব শুরু

আপডেট সময় ০৪:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০১৬

মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ

জাতীয় কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবির স্মৃতি বিজরিত কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরের মুন্সী বাড়িতে বুধবার বিকেলে ২ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান ও জন্মজয়ন্তী উৎসব শুরু হয়।

মানবতা, সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে মুন্সী বাড়িতে এসেছিলেন। বন্ধু আলী আকবর খানের সঙ্গে তাঁর বাড়িতে আসেন কবি। এখানকার সবুজ-শ্যামল পরিবেশ কবিকে দারুণভাবে আচ্ছন্ন করলে কবি নজররুল মুন্সী বাড়ির আবদুল খালেক মুন্সীর মেয়ে সৈয়দা খাতুন। কবি আদর করে ডাকতেন নার্গিস। সেই নার্গিসকে বিয়ে করে দাম্পত্য জীবনের বন্ধন তৈরী করেন তিনি।

এখানে কবি রচনা করেছেন বহু কবিতা, গান আর ছড়া। সেই দৌলতপুর আজও অবহেলিত ও উপেক্ষিত। এখানে রাষ্ট্রীয়ভাবে কবির নামে হয়নি কোনো প্রতিষ্ঠান। এ অবস্থার মধ্য দিয়েই ১১৭তম জন্মবার্ষিকী পালন শুরু হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় মুরাদনগর উপজেলা প্রশাষনের উদ্যেগে জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে  মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রামচন্দ্রপুর কলেজের বাংলা বিভাগের প্রধান মো: শাহ্ আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম, চাপিতলা কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার, খাঁ পরিবারের সদস্য বাবুল আলী খাঁ, মুন্সী পরিবারের লৎফর রহমান মুন্সী প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ও রাতে দৌলতপুর নার্গিস নজরুল শিল্পকলা একাডেমীর পরিবেশনায় কবি নজরুলের রচিত নাটক মধুমালা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ২ দিন জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি, জেলা পুলি সুপার শাহ আবিদ হোসেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইউম খসরু বিশেষ অতিথি, লেখক ও নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক সংবার্ধিত অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের স্বাগত বক্তব্য রাখার কথা রয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।