এম কে আই জাবেদঃ
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়াকান্দা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে আরেক ভাই আহত হয়েছে।
পিপড়িয়াকান্দা গ্রামের মৃত শরিফুল ইসলামের ৩ ছেলের মধ্যে সবার ছোট ছেলে মোঃ ফারুকের সাথে অপর দুই ভাই সম্পত্তি নিয়ে বিরোধ করে আসছে। ফারুকের সম্পত্তি অংশ তাঁর বড় দুই ভাই কবির হোসেন ও জাকির হোসেনের নামে লিখে দিতে বিভিন্ন সময় ফারুকের উপর চাপসৃষ্টি করা এবং মারধর করার আভিযোগ করা হয়েছে।
ফারুক তার পিতার অংশে সমান ভাগ এবং তার নামে দলিলকৃত জায়গা অপর দুই ভাই অন্যত্রে বিক্রি করেছে বলে অভিযোগ করেছেন। এমনকি ফারুকের ভাই কবির হোসেনের যৌথ স্বাক্ষরে জমি বিক্রি করা হলেও উক্ত টাকার ভাগ ফারুককে দেওয়া হয়নি। এই জমি বিক্রির টাকা চাইতে গেলে গত ৮/১০/২০২০ সকালে পিপড়িয়াকান্দা বাজারে তার কবির হোসেন তার ছোট ভাই ফারুকের উপর হামলা করে আহত করেন। ফারুকের উপর আবারো হামলা হওয়ার আশংকায় সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় থানা প্রশাসন ও এলাকাবাসীর নিকট সহায্য কামনা করেছেন।
এই বিষয়ে গত ০৯/১০/২০২০ ইং বাঙ্গরা বাজার থানায় মোঃ ফারুক বাদী হয়ে তার বড় ভাই মোঃ কবির হোসেনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাদী কবির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন: ফারুক থানা তার বড় ভাইয়ের বিরোদ্ধে অভিযোগ দায়ে করেছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।