ড. মনিরুজ্জামানঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার্ষিক মাহফিল উপলক্ষে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের লোকজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দল্লাহ হারুন এফসিএ।
মাহফিলের সময় যানজট নিরসন, পার্কিং ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, অগ্নী নিবারণ ব্যবস্থা, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।
দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ আহম্মেদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মধ্যে আব্দুল মান্নান, নজরুল ইসলাম, কাইয়ুম ভূইয়া, শরিফুল ইসলাম, ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, আবুল হাসেম বেগ, আব্দুল হাকিম সওদাগর, কুমিল্লা-১ পল্লী বিদ্যুৎ সমিতির বাঙ্গরা জোনাল অফিসার মাহফুজার রহমান, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার বিল্লাল হোসেন, সোনাকান্দা মাদ্রাসার উপাধক্ষ বেলাল হোসাইন আফসারী, মুহাদ্দিস আব্দুল মোতালিব সালেহী, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক নাছির উদ্দিন, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।