আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
‘‘ওরে বাঙ্গালীরে, সন্ত্রাসীদের দেশে তোমরা রাইখনা, যারা তোদের খাইয়া তোদের মারে তাদেরকে দেশে রাইখনা’’ সুরে গানে সকলের উদ্যেশে গাইলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসা বীর মুক্তিযোদ্ধা ও শিল্পি মো: আ: আলিম।
পাশা পাশি ‘জঙ্গিবাদ নির্মূলে আমারা সবাই সোচ্চার’ ‘বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাই নাই’ এই সব শ্লোগানে মুখর ছিল কলেজ ক্যাস্পাস। শুধু তাই নয়, প্রত্যেকের জ্বালাময়ী বক্তব্য ঘোষনা করছিল জঙ্গিবাদ প্রতিরোধে বাঁশকাইট কলেজের ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা একাত্ম।
সস্ত্রাস নাশতা ও জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরি করতে গতকাল সোমবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁশকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাজকর্ম বিভাগের প্রভাষক আজিজুর রহমান রনি’এ সঞ্চলনায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ: ওয়াদুদ।
বিশেষ অতিথি হয়ে দেশাত্ববোধক, জঙ্গিবাদ বিরোধী গান ও সচেতনতা মুলক ব্যক্ত রাখেন মুক্তিযোদ্ধা মো: আ: আলিম।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক গাজি মজিব, সি: প্রভাষক সামসুল ইসলাম, প্রভাষক আবু তাহের।
ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য দেন, ২য় বর্ষের লাইলি আক্তর, জাকির হোসেন, ১ম বর্ষের জান্নাতুল নাঈমা, খাদিজা আক্তার, মেহেদি হাসান প্রমুখ।