সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) মিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়, অবৈধ পার্কিং, যানজট নিরসন এবং অধিক মূল্যে তরমুজ বিক্রয় রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদর বাজার এবং কোম্পানিগঞ্জ বাস স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও বাস কাউন্টার ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, মুরাদনগর উপজেলা সদর বাজারে অধিক মূল্যে তরমুজ বিক্রয় এবং ক্রয় রসিদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানীগঞ্জ বাস স্টেশনে বিআরটিএ কতৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ বাস কাউন্টারের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন্ডজি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়ে অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।