শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী নোয়াজ আলীর মাতা ফাতেমা বেগম (৮১) শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় বার্ধক্যজনীত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার সকাল ১০টায় ভবানীপুর দাখিল মাদরাসা মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
জানাযা পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা তাহযীবুল উম্মাহ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মরহুমার ছেলে হাজী নোয়াজ আলী, মাদরাসার সুপার মাওলানা আবু মুছা তানিম, সহ-সুপার মাওলানা সফিকুল ইসলাম ও ডা: আবু ইউসুফ প্রমুখ। জানাযা শেষে রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মরহুমার ছেলে মাওলানা জসিম উদ্দিন।
ফাতেমা বেগমের মৃত্যুতে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।