মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর মেরিট কেয়ার ইন্টারন্যাশনাল হাইস্কুলে মেধাবী শিক্ষার্থীদের সনদ ও এককালীন বৃত্তির টাকা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাইস্কুল মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী।
হাইস্কুলের প্রধান শিক্ষক ও শ্রীকাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শাহজাহান মিয়া, ব্যবসায়ী বিনয় চন্দ্র শীল, কবির হোসেন, মাওলানা ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন অভিভাবক ডাক্তার আবুল বাশার, আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী তাইজুদ্দিন ও হাজী মনু মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে মুরাদনগর উপজেলা কিন্ডার গার্টেণ এসোশিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ২১ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও এককালীন বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কামনা করে মেনাজাত পরিচালনা করেন নবীপুর ষ্টেশন মসজিদের খতিব মাওলানা মুফতী বেলায়েত উল্লাহ।