মাহবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর মোসলেম মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোসলেম মিয়া(৫৮)’র কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর মুরাদনগর উত্তর পাড়াস্থ নিজ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমের আত্মীয়স্বজন, সুহুদ ও অনুরাগীরা উপস্থিত থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রসঙ্গত, তিনি দীর্ঘ দিন থেকে শারিরীক ভাবে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। বুধবার(১৬ জানুয়ারী) রাত ১টায় মুরাদনগর সদরের তার নিজ বাড়ীতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। বুধবার বাদ যোহর মোসলেম মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে নামাজে যানাজা শেষে উপজেলা কেন্দ্রিয় কবরস্থানে তাকে দাফন করা হয়।