আলাউদ্দিন মুন্সী (আলাল), যাত্রাপুর ইউনিয়ন প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুরে কালবৈশাখীর ঝড়ে নিমিষেই তছনছ হয়েছে শতাধিক ঘরবাড়ি, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ওপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক জমির পাকা ধান।
শুক্রবার বিকাল ৩ টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়।
নিমিষেই দুমড়ে-মুচড়ে যায় শতাধিক কাচা ঘরবাড়ি। ভেঙে গেছে অসংখ্য গাছপালা।
উড়ে যাওয়া ঘরগুলোর বেশিরভাগই খুঁজে পাওয়া যায়নি। কালবৈশাখীর তাণ্ডবে ঘরহারা মানুষগুলো এখন খোলা আকাশের নিচে বাস করছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ক্ষেতেই ঝরে পড়েছে পাকা ধান। আধাপাকা ধান বাতাসে নুয়ে পড়েছে।