শামীম আহম্মেদ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার এলাকায় প্রতিষ্ঠিত গ্রাম পাঠাগারের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় গ্রন্থাগার দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার দুপুরে গ্রাম পাঠাগারের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি বণার্ঢ্য র্যালি রামচন্দ্রপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম পাঠাগার মিলনায়তনে কবিতা আবৃতি ও বই পাঠ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে গ্রাম পাঠাগারের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিবৃন্দ মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে অনুস্থানস্থল মাতিয়ে তোলে।
অনুষ্ঠান গুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকাাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমান, সহকারী শিক্ষক দাউদ ইসলাম, ব্যবসায়ী মনিরুজ্জামান মন্টু, জসিম উদ্দিন রিপন, গ্রাম পাঠাগারের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য আল-মামুন, এম এন মনির, আরমান হোসেন, ফয়সাল মিয়া, মামুন আহমেদ ও ছাদেক হোসেন প্রমুখ।