সুমন সরকার, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীকাইল সরকারি কলেজে এ সমাবেশ অনুষ্টিত হয়।
কলেজের অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. বশির, পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা- ২ এর পরিচালক আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল হক সরকার, প্রভাষক কামরুল হাসান, প্রভাষক সুমন ইসলাম জয় সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, কোরআনে ঘোষনা আছে সকল প্রকার মাদক হারাম। অর্থাৎ যা পান করলে অথবা সেবন করলে জ্ঞান বুদ্ধি লোপ পায় তা হচ্ছে মাদক তাই সকল প্রকার মাদকদ্রব্য থেকে সবাই বিরত থাকতে হবে। মাদক সেবন ও ইভটিজিং যারা করে তারা সমাজের শত্রু তাই তাদেরকে চিহ্নিত করে আইনের আওত্তায় আনতে হবে। ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আজ সারা দেশে ছেলেদের পাশাপাশি সমান তালে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই কেউ যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে অথবা কোন মেয়ে যদি ইভটিজিংয়ের শিকার হয় তাহলে তাদের শিক্ষক অথাবা জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইনে ফোন করে অভিযোগ জানাবে।
সভায় তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগনকে গুজব ও ডেঙ্গু সর্ম্পকে সচেতন হওয়ার আহবান জানান।