মো: হািবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: কুমিল্লার মুরাদনগর কার্যালয়ে শুক্রবার দুপুরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ইনচার্জ ও নির্বাহী পরিচালক সৈয়দ শওকত আকবর যোবায়ের। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর জে.এস জি.এম ফেরদৌস আল-আজাদের সভাপতিত্বে জি.এম মোর্শেদ আলম সরকারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জি.এম বদিরুজ্জামান, বি.এম শাহীন মিয়া ও গোলাম মোস্তফা প্রমুখ।
জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ শেষে মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মৃত মনির হোসেনের স্ত্রী শাহিদা বেগমের হাতে মৃত্যু দাবির চেক তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ইনচার্জ ও নির্বাহী পরিচালক সৈয়দ শওকত আকবর যোবায়ের বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাকারীদের দমনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করেছে।
তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলার সরকার ও আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সকলে সমানভাবে সহযোগিতা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, আপনার ছেলে বা মেয়েটি নিয়মিত স্কুল বা কলেজে যাচ্ছে কি না, তা নিশ্চিত করতে মাঝে-মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ-খবর নিবেন।