সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোনাপুর গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জ্বল হোসাইন কায়কোবাদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মাজিবুল হক, সদস্য বশির মোল্লা, বিএনপি নেতা মকবুল মাস্টার, মুক্তিযোদ্ধা মতিন সরদার প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম, শিক্ষক ফরিদ উদ্দিন, ফরিদ উদ্দিন বি.কম, প্রবাসী মমিনুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ঘোড়াশাল মাদ্রাসার শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন।
এসময় মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ করেন।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 










