রোজ শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর নামক স্থানের সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে শনিবার ভোর সকালে নবীপুর বাজারের ব্যবসায়ী মো: নসু মিয়(৫৫) একটি ইট বোঝাই ট্রক্টরের চাপায় দিলে তার মৃত্যু হয়।
নিহত মো: নসু মিয়া উপজেলার নবীপুর পূর্ব পাড় গ্রামের মৃত্য আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের নেয় ব্যবসায়ী নসু মিয়া সকালে দোকানে যাওয়ার পথে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক পার হওয়ার সময় কোম্পানীগঞ্জ থেকে আসা একটি ট্রাক্টর নসু মিয়াকে চাপা দিয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় নসু মিয়াকে মুরাদনগর উপজেলার স্ব্যাস্থ কমেপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কুমিল্লা নেওয়ার পথে আহত নসু মিয়ার মৃত্যু হয়। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে থানার এসআই খালেদ মোশাররফের নেতৃত্বে একদল পুলিশ ঘাতক ট্রাক্ট্ররটিকে আটক করে। ড্রাইবার পালিয়ে য়াওয়ায় তাকে আটক করা যায়নি।
এ ব্যপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মিজানুর রহমান জানান, বিষয়টি নিশ্চিত করে।