মো: মোশাররফ হোসন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী চুড়ান্ত করার ১দিন পর মঙ্গলবার চার ইউনিয়নে বিএনপি ও আ’লীগের প্রার্থী পরির্বতন করা হয়েছে।
ইউনিয়ন গুলোর মধ্যে বিএনপি’র প্রার্থী ছালিয়াকান্দি ইউপিতে ছামসুল হককে পরির্বতন কওে সৈয়দ মোস্তাক আহম্মদকে, পূর্ব ধৈইর পূর্ব ইউপিতে এসএ খালেক কে পরিবর্তন করে মো: আবিধ হোসেনকে ও নবীপুর পূর্ব ইউনিয়নে মো: জাকির হোসেনকে পরিবর্তন করে নাজমুল হাসান নিজুমকে মনোনয়ন দেওয়া হয়।
অপর দিকে আ’লীগের প্রার্থী নবীপুর পূর্ব ইউনিয়ন তেকে কাজী আবুল খায়েরকে পরির্বতন করে হেলাল উদ্দিন মজনুকে, ছালিয়াকান্দি ইউনিয়ন থেকে আবু মুছা সরকারকে পরিবর্তন কওে আতিকুর রহমান আতিককে ও বাঙ্গরা পূর্ব ইউনিয়ন থেকে মো: আব্দুল হাকিমকে পরিবর্তন করে শেখ জাকিরকে মনোনয়ন দেওয়া হয়।