ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনরের গোমতীর স্রোতের কাছে পরাজিত কালা মিয়া

মাহবুব আলম আরিফঃ

কমিল্লার মুরাদনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর স্রোতের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কালা মিয়া (৫৫)।

সে উপজেলার মুরাদনগর (দক্ষিন পাড়া) গ্রামের মৃত মাহব মিয়ার ছেলে।

জানাযায়, গত মঙ্গলবার সকাল ৬টায় একটি গাছের ডাল গোমতী নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিলো। তা দেখে কালা মিয়া নদীর পানিতে নামে গাছের ডালটি উঠানোর জন্য ঐ ডালটির কাছাকাছি চলেও যায় সে, হঠাৎ করে গোমতী নদীর এক অচেনা স্রোতের ধাক্কায় লন্ড ভন্ড করে প্রায় তিনশ ফিট দুরে নিয়ে যায় কালা মিয়াকে। কালা মিয়ার এ ঘটনা তার ছোট ছেলে দেখতে পেয়ে সাথে সাথে একটি কলা গাছের ভেলা দিয়ে তার বাবাকে উদ্ধার করে। ততো ক্ষনে কালা মিয়া এক পরাজিত সৈনিকের মত গোমতী নদীর কোলে ডলে পরেন নাকে মুখে বের হতে থাকে রক্ত। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ১মেয়েসহ আত্মীস্বজন বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থান মাঠে নামাজের যানাজা শেষে সেখানে তাকে দাফন করা  হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

মুরাদনরের গোমতীর স্রোতের কাছে পরাজিত কালা মিয়া

আপডেট সময় ০২:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
মাহবুব আলম আরিফঃ

কমিল্লার মুরাদনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর স্রোতের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কালা মিয়া (৫৫)।

সে উপজেলার মুরাদনগর (দক্ষিন পাড়া) গ্রামের মৃত মাহব মিয়ার ছেলে।

জানাযায়, গত মঙ্গলবার সকাল ৬টায় একটি গাছের ডাল গোমতী নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিলো। তা দেখে কালা মিয়া নদীর পানিতে নামে গাছের ডালটি উঠানোর জন্য ঐ ডালটির কাছাকাছি চলেও যায় সে, হঠাৎ করে গোমতী নদীর এক অচেনা স্রোতের ধাক্কায় লন্ড ভন্ড করে প্রায় তিনশ ফিট দুরে নিয়ে যায় কালা মিয়াকে। কালা মিয়ার এ ঘটনা তার ছোট ছেলে দেখতে পেয়ে সাথে সাথে একটি কলা গাছের ভেলা দিয়ে তার বাবাকে উদ্ধার করে। ততো ক্ষনে কালা মিয়া এক পরাজিত সৈনিকের মত গোমতী নদীর কোলে ডলে পরেন নাকে মুখে বের হতে থাকে রক্ত। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ১মেয়েসহ আত্মীস্বজন বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থান মাঠে নামাজের যানাজা শেষে সেখানে তাকে দাফন করা  হয়েছে।