বিনোদন ডেস্ক রির্পোটঃ
ভারতের উগ্রপন্থী সগঠন শিব সেনার বাধার কারণে জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি রামলীলায় অংশ নিতে পারেননি। শুধুমাত্র মুসলিম হওয়া কারণে তাকে এতে অংশ নিতে দেয়া হয়নি বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।
লঙ্কায় রাম কর্তৃক সীতা উদ্ধার ও দশানন রাবণ বধের ঘটনাকে নাটক-রূপে মঞ্চায়ন হয় রামলীলায়। অশুভের ওপর শুভশক্তির বিজয়কে রূপক হিসেবে দেখানো হয় এতে। সাধারণত হিন্দুদের দুসেরা উৎসব উপলক্ষে ভারতজুড়ে রামলীলা মঞ্চায়ন হয়। এর জন্য কোথাও কোথাও দীর্ঘ প্রস্তুতি নেয়া হয়।
উত্তর প্রদেশে নিজ গ্রামে আয়োজিত রামলীলায় একটি ছোট চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে শিব সেনার নেতারা এতে বাধা দেন।
প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা আগামী বছর রামলীলায় অংশ নেয়ার আশা প্রকাশ করলেও প্রকারান্তরে এতে তার হতাশাই প্রকাশ পেয়েছে। তিনি লিখেছেন, আমার শৈশবের স্বপ্ন পূরণ না হলেও আগামী বছরের ব্যাপারে আমি আশাবাদী।’