মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
রোজ বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
উপজেলা পরিষদ হস্তান্তরিত ১৬টি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল ও অনাকাঙ্খিত, অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশের ন্যায় বুধবার বেলা সাড়ে ১২টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে উপজেলা প্রকৃচি-বিসিএস(২৬ ক্যাডার) এবং নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা- কর্মচারিরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৃচি-বিসিএস(২৬ ক্যাডার) এবং নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির সহ-সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাহের, সাধারন-সম্পাদক ও উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবুল মুনসুর মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবু তাহের, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.এন.এম মাহবুব আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌমেন্দ্র নাথ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা গাজীউল হক চৌধুরী প্রমুখ।