আন্তর্জাতিক ডেস্কঃ
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো প্রদেশের একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ খবর অনুসারে আহত হয়েছে ৭৪ জন। হিদালগো প্রদেশের গভর্নর ওমর ফাইয়াদ এক সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস সংগ্রহ করার সময় এ বিস্ফোরণ ঘটে বলে সন্দেহ করা হচ্ছে। এখনো সেখান থেকে গ্যাস বের হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। ফলে সেনারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
মেক্সিকোর টেলিভিশন রাতের আকাশে আগুনের লেলিহান শিখার ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যায়, বিস্ফোরণের পর বহু লোক সাহায্যের জন্য চিৎকার-চেচামেচি করছে। এর আগে, গভর্নর ওমর ফাইয়াদ জানিয়েছিলেন, সরকারের জরুরি সংস্থা ২১ জন নিহত ও ৭১ জন আহত হওয়ার কথা রেকর্ড করেছে।
তখনই তিনি বলেছিলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে কারণ বিস্ফোরণের কেন্দ্রস্থলে এখনো জরুরি সংস্থার লোকজন পৌঁছাতে পারেনি। ওমর ফাইয়াদ এ ধরনের জ্বালানি চুরি বন্ধের জন্য লোকজনের প্রতি আহ্বান জানান।
এর আগে মধ্যরাতের দিকে দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলফোনসো দুরাজো জানিয়েছিলেন, আগুন নেভানো হয়েছে তবে মৃতের চূড়ান্ত সংখ্যা জানাতে সময় লাগবে।