অন্তর্জাতিক ডেস্কঃ
মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আমেরিকান অভিবাসী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২৯ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়ার।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকে করে মার্কিন অভিবাসীরা যাচ্ছিলেন। কিন্তু ওই ট্রাক উল্টে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ওই রাজ্যের অ্যাটর্নি জেনারেল এই তথ্য নিশ্চিত করেন।