ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় ব্যবসায়ী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামের ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে শনিবার সকাল ১০টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) মেঘনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে নিহতের স্ত্রী ও তিন প্রতিবন্ধী সন্তানও হাউমাউ করে কেঁদে চোখের পানি ফেলে তাদের বাবার খুনিদের শাস্তির দাবি করেন। পরে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন মেঘনা উপজেলা শাখা আহ্বায়ক মাহবুব উল্লাহ শিকদার, উপদেষ্টা আবদুল খালেক মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ গ্রামবাসীর উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিবেশী ও মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে তার লোকজন গোলাম মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করে। তার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। মহিউদ্দিন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ নৃশংস হত্যাকাণ্ডের পর পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় নেতা লুৎফর রহমানকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। কিন্তু এ হত্যা মামলার আসামিরা গত ২২ দিনেও গ্রেফতার হয়নি। এসময় বক্তারা আসামিদেরকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মেঘনায় ব্যবসায়ী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামের ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে শনিবার সকাল ১০টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) মেঘনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে নিহতের স্ত্রী ও তিন প্রতিবন্ধী সন্তানও হাউমাউ করে কেঁদে চোখের পানি ফেলে তাদের বাবার খুনিদের শাস্তির দাবি করেন। পরে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন মেঘনা উপজেলা শাখা আহ্বায়ক মাহবুব উল্লাহ শিকদার, উপদেষ্টা আবদুল খালেক মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ গ্রামবাসীর উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিবেশী ও মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে তার লোকজন গোলাম মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করে। তার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। মহিউদ্দিন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ নৃশংস হত্যাকাণ্ডের পর পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় নেতা লুৎফর রহমানকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। কিন্তু এ হত্যা মামলার আসামিরা গত ২২ দিনেও গ্রেফতার হয়নি। এসময় বক্তারা আসামিদেরকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জানান।