দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা থানা পুলিশের তৎপরতায় অপহরণের ২০ ঘণ্টা পরই আজ রবিবার সকালে অপহৃত এক শিশুকে উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার খিরাচক গ্রামের কেজি স্কুলের ছাত্র ৬ বছরের শিশু মো. হামীমকে অপহরণ করা হয়েছিল।
পুলিশ ও শিশুর অভিভাবক সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬ বছরের শিশু হামীমকে কালো বোরকা পরিহিত একজন নারী সকালে কেজি স্কুল হতে অপহরণ করে। সংবাদটি সাথে সাথে সোশাল মিডিয়াতে শিশুটিতে ছবিসহ প্রচার হলে মেঘনা থানায় ওসি এ এস এম সামছুদ্দিন খবর পেয়ে সাথে সাথে চারটি পুলিশের টিম ভাটের চর, ছিনাইয়া মোড়, রামপুর লঞ্চ ঘাট, চন্দনপুর লঞ্চ ঘাট পাঠিয়ে দেন। পুলিশের তৎপরতা জানতে পেরে শিশুটিকে অপহারণকারী নারী ভাটের চর মোড় ছেড়ে নিরাপদে সরে পড়ে।
এলাকাবাসী একটি শিশু কাঁদতে দেখে মেঘনা থানার পুলিশকে খবর দেয়। মেঘনা থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রবিবার মেঘনা থানা ওসি এ এস এম সামছুদ্দিন শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।