মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
অনুষদভিত্তিক স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক–২০১৭ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার ৫নংআছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি গ্রামের মো.ফজলুল আলাম এর বড় মেয়ে সাবিকুর নাহার (নাহিদা ৩.৫)।
সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। গতকাল বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন এ স্বর্ণপদক পরিয়ে দেন।
স্বর্ণপদক গ্রহণ শেষে হোমনার কৃতি সন্তান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবিকুর নাহার (নাহিদা)সহ ৫ শিক্ষার্থী উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এবং সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ সামাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।