অন্তর্জাতিক ডেস্ক:
হোয়াইট হাউজের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেলকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কাজ করার যোগ্যতা নেই রিকার্ডেলের।’
তবে রিকার্ডেল প্রশাসনে নতুন কী দ্বায়িত্বে থাকবেন সে ব্যাপারে বিস্তারিত জানাননি স্যান্ডার্স।
ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানান, মেলানিয়া ট্রাম্পের একক আফ্রিকা সফরে রাষ্ট্রীয় অর্থ খরচ করা নিয়ে মেলানিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রিকার্ডেল। এর জেরেই পদত্যাগ করতে হয় তাকে।
রিকার্ডেল এর আগে বাণিজ্য বিভাগে কর্মরত ছিলেন। সেখান ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তাকে ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।
হোয়াইট কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষিতে হোমল্যান্ড নিরাপত্তা সচিব কির্স্টজেন নিয়েলসেনকেও সরিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।