ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-আগুয়েরোর যে স্বপ্নটি কখনোই সত্যি হবে না

খেলাধূলা:

নিয়তি সম্ভবত একেই বলে। একজন মানুষ যে স্বপ্ন দেখে সেটা যে সত্যি হবে, তা কেউ বলতে পারেনা। পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে। যার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত লিওনেল মেসি ও সের্হিও আগুয়েরো। আর্জেন্টিনার হয়ে এই দুই বন্ধু খেলেছেন দীর্ঘদিন। এইতো কয়েকমাস আগেই জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। কিন্তু ক্লাব ফুটবলে দুজনের আর কখনোই একসঙ্গে খেলার স্বপ্ন পূরণ হবে না। একই ক্লাবের জার্সিতে তাদের একসঙ্গে দেখার অধরা স্বপ্নটা স্বপ্ন হিসেবেই রয়ে গেলো।

গত ট্রান্সফার মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় আগুয়েরোর। এরপর সেটি আর নবায়ন করেননি তিনি। উদ্দেশ্য বার্সেলোনায় আসা এবং বন্ধু মেসির সঙ্গে একই ক্লাবের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ করা। আগুয়েরো বার্সায় এসেছেন ঠিকই, কিন্তু মাঠে নামার আগেই বন্ধু মেসি পিএসজিতে চলে যান। তবু, ভবিষ্যতে কোনো এক সময় তারা একই ক্লাবের হয়ে খেলবেন, এমন স্বপ্ন দেখাটা অবাস্তব ছিল না। এখন সেই ক্ষাণিক সম্ভাবনাটুকুও আর রইলো না।

বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র ৬ মাসের মাথাতেই সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সের্হিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। গতকাল (১৫ ডিসেম্বর) বার্সেলোনায় এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন আর্জেন্টাইন এই কিংবদ্বন্তী।

কান্নাভেজা চোখে অসহায় আগুয়েরো জানিয়ে দিয়েছেন, আর পেশাদার ফুটবল খেলা হচ্ছে না তার। গত নভেম্বরে তিনি মাঠে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ার পর শোনা গিয়েছিল, তার হৃদযন্ত্রে অনিয়মিত স্পন্দনের পুরনো সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। স্বাস্থ্যপরীক্ষার পর তার আর ফুটবলে ফিরতে না পারার গুঞ্জনের কথাও শোনা গিয়েছিল। এবার সেটিই সত্যি হলো। মেসির সঙ্গে তিনি সর্বশেষ খেলেছেন গত কোপা আমেরিকার ফাইনালে। ওটাই দুজনের একসঙ্গে শেষ ম্যাচ ছিল।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘প্রায় পুরো ক্যারিয়ারজুড়েই আমরা একসঙ্গে খেলেছি এবং ছিলাম। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সবকিছুই আমাদের আরও বেশি একত্রিত ও বন্ধুত্ব দৃঢ় করেছে। আমরা মাঠের বাইরে একসঙ্গে থাকা চালিয়ে যাবো। কিছুদিন আগেই কোপা আমেরিকা জয়ের আনন্দ, ইংল্যান্ডে তুমি যা কিছু অর্জন করেছো সবকিছুই।’

‘এখন সত্যিটা হচ্ছে তুমি যেভাবে ফুটবল খেলা থেকে বিদায় নিচ্ছো সেটা খুবই বেদনাদায়ক। কারণ, তোমার সঙ্গে যা ঘটেছে। আমি নিশ্চিত তুমি এখনো আনন্দে থাকবে। কেননা তুমি এমন একজন যে সবসময় খুশি ছড়িয়ে দাও, তোমাকে যারা ভালোবাসে তারা তোমার সঙ্গেই থাকবে।’

‘তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। আমি বলে দিতে পারি তুমি এটাও হাসির সঙ্গে পার করবে। সঙ্গে সবকিছুতে তুমি যে মায়া তৈরি করো, সেটাও থাকবে। তোমার এই নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা। প্রিয় বন্ধু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি মাঠে তোমার সঙ্গে থাকতে না পারাটাকে মিস করবো, বিশেষ যখন জাতীয় দলের জন্য খেলবো।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেসি-আগুয়েরোর যে স্বপ্নটি কখনোই সত্যি হবে না

আপডেট সময় ১২:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

খেলাধূলা:

নিয়তি সম্ভবত একেই বলে। একজন মানুষ যে স্বপ্ন দেখে সেটা যে সত্যি হবে, তা কেউ বলতে পারেনা। পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে। যার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত লিওনেল মেসি ও সের্হিও আগুয়েরো। আর্জেন্টিনার হয়ে এই দুই বন্ধু খেলেছেন দীর্ঘদিন। এইতো কয়েকমাস আগেই জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। কিন্তু ক্লাব ফুটবলে দুজনের আর কখনোই একসঙ্গে খেলার স্বপ্ন পূরণ হবে না। একই ক্লাবের জার্সিতে তাদের একসঙ্গে দেখার অধরা স্বপ্নটা স্বপ্ন হিসেবেই রয়ে গেলো।

গত ট্রান্সফার মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় আগুয়েরোর। এরপর সেটি আর নবায়ন করেননি তিনি। উদ্দেশ্য বার্সেলোনায় আসা এবং বন্ধু মেসির সঙ্গে একই ক্লাবের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ করা। আগুয়েরো বার্সায় এসেছেন ঠিকই, কিন্তু মাঠে নামার আগেই বন্ধু মেসি পিএসজিতে চলে যান। তবু, ভবিষ্যতে কোনো এক সময় তারা একই ক্লাবের হয়ে খেলবেন, এমন স্বপ্ন দেখাটা অবাস্তব ছিল না। এখন সেই ক্ষাণিক সম্ভাবনাটুকুও আর রইলো না।

বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র ৬ মাসের মাথাতেই সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সের্হিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। গতকাল (১৫ ডিসেম্বর) বার্সেলোনায় এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন আর্জেন্টাইন এই কিংবদ্বন্তী।

কান্নাভেজা চোখে অসহায় আগুয়েরো জানিয়ে দিয়েছেন, আর পেশাদার ফুটবল খেলা হচ্ছে না তার। গত নভেম্বরে তিনি মাঠে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ার পর শোনা গিয়েছিল, তার হৃদযন্ত্রে অনিয়মিত স্পন্দনের পুরনো সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। স্বাস্থ্যপরীক্ষার পর তার আর ফুটবলে ফিরতে না পারার গুঞ্জনের কথাও শোনা গিয়েছিল। এবার সেটিই সত্যি হলো। মেসির সঙ্গে তিনি সর্বশেষ খেলেছেন গত কোপা আমেরিকার ফাইনালে। ওটাই দুজনের একসঙ্গে শেষ ম্যাচ ছিল।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘প্রায় পুরো ক্যারিয়ারজুড়েই আমরা একসঙ্গে খেলেছি এবং ছিলাম। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সবকিছুই আমাদের আরও বেশি একত্রিত ও বন্ধুত্ব দৃঢ় করেছে। আমরা মাঠের বাইরে একসঙ্গে থাকা চালিয়ে যাবো। কিছুদিন আগেই কোপা আমেরিকা জয়ের আনন্দ, ইংল্যান্ডে তুমি যা কিছু অর্জন করেছো সবকিছুই।’

‘এখন সত্যিটা হচ্ছে তুমি যেভাবে ফুটবল খেলা থেকে বিদায় নিচ্ছো সেটা খুবই বেদনাদায়ক। কারণ, তোমার সঙ্গে যা ঘটেছে। আমি নিশ্চিত তুমি এখনো আনন্দে থাকবে। কেননা তুমি এমন একজন যে সবসময় খুশি ছড়িয়ে দাও, তোমাকে যারা ভালোবাসে তারা তোমার সঙ্গেই থাকবে।’

‘তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। আমি বলে দিতে পারি তুমি এটাও হাসির সঙ্গে পার করবে। সঙ্গে সবকিছুতে তুমি যে মায়া তৈরি করো, সেটাও থাকবে। তোমার এই নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা। প্রিয় বন্ধু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি মাঠে তোমার সঙ্গে থাকতে না পারাটাকে মিস করবো, বিশেষ যখন জাতীয় দলের জন্য খেলবো।’