আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে নেমে এসেছে। এ পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী সরকারকে দুষলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রবিবার টুইটারে এক ভিডিও বার্তা প্রকাশ করে কংগ্রেস।
সেখানে মনমোহন বলেন, ‘প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এটা দীর্ঘস্থায়ী মন্দার ইঙ্গিত। অথচ দ্রুত গতিতে উন্নতির সবরকম সম্ভাবনাই ভারতের রয়েছে। সব ক্ষেত্রে মোদী সরকারের চূড়ান্ত অব্যবস্থাই আজ মন্দা ডেকে এনেছে।’
এভাবে চললে খুব শিগগিরই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করেন মনমোহন। তিনি বলেন, ‘এ ভাবে চলতে পারে না। তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে সুস্থ মস্তিষ্কের মানুষের পরামর্শ নেওয়া হোক।’
মনমোহন সিংহ বলেন, ‘মোদী সরকারের ভুল নীতির জন্যই এই বেকারত্ব। শুধুমাত্র গাড়ি শিল্পেই সাড়ে ৩ লাখ মানুষ কাজ হারিয়েছেন। অন্যান্য ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা দিয়েছে, যাতে সাধারণ কর্মীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর। ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। গ্রামাঞ্চলে আয় কমেছে সাধারণ মানুষের। দেশের ৫০ শতাংশ মানুষের উপর দারিদ্র চাপিয়ে দেওয়া হয়েছে।’
সম্প্রতি রাজস্থান থেকে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মনমোহন সিংহ।