খেলাধুলা ডেস্কঃ
ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়ে গেছে। গত সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। গতকাল জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। বন্ধু মিরাজের পর একই পথের পথিক হচ্ছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসারের বিয়ে আজ।
মুস্তাফিজের সেজো ভাই মোখলেছুর রহমান গতকাল বলেছেন, ‘ঘরোয়া পরিবেশে গ্রামের বাড়িতেই শুক্রবার আক্?দ সেরে রাখা হবে। পরে বড় অনুষ্ঠান হবে। তখন সবাইকে দাওয়াত করব।’ ২৩ বছর বয়সী মুস্তাফিজের ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার পেছনে ভাই মোখলেছুরের অবদান অনেক।
এদিকে খুলনা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ। প্রীতি খুলনা সরকারি বিএল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মিরাজ-প্রীতি অনেক বছর ধরেই প্রেম করছেন। অবশেষে পারিবারিকভাবে পরিণতি পেল তাদের প্রেম।
এছাড়া আগামী ১৯ এপ্রিল জাতীয় দলের আরেক ক্রিকেটার মুমিনুল হকের বিয়ে।