জাতীয় ডেস্কঃ
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে সোমবার বিকালে এই গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭নং আইন) এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ এর উপ-বিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনার এর ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন। এদিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তখন জানান তিনি।