তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
গতকাল সোমবার এক শোকবার্তায় সেলিমা আহমাদ এমপি বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত গুণী ও দক্ষ উদ্যোক্তা। মেধা আর পরিশ্রমের মাধ্যমে দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানসহ ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের শিল্প খাতের উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন। এ সব প্রতিষ্ঠানে কয়েক লাখ মানুষের কর্মসৃজন হয়েছে। নুরুল ইসলামের মৃত্যুতে দেশের শিল্পখাতের অপূরণীয় ক্ষতি হল।
সেলিমা আহমাদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।