ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রধান প্রধান সড়কগুলোর কয়েকটি স্থানে খানাখন্দ,বিকল্প সড়ক ও অটোরিক্সা ষ্ট্যান্ড না থাকার কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এর ফলে প্রায়শই সৃষ্টি হচ্ছে হচ্ছে তীব্র যানজট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাঞ্ছারামপুর পৌরবাসীর।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার মূল সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। চক বাজার এলাকায় তো গাড়ি চলবে দূরে থাক,হাটাই যায় না।
সদর পৌর এলাকা হতে
সফিরকান্দি,দশদোনা,জগন্নাথপুর,বটতলীসহ কয়েকটি এলাকায় খানাখন্দে যান চলাচল অনুপযোগী হওয়ায় যাত্রীরা নিদারুন কষ্ট পোহাচ্ছেন।
পৌরবাসীর অভিযোগ, যে স্থানগুলোতে যানজট হচ্ছে, তা এমনিতেই অপ্রশস্ত, এর ওপর চকবাজারের কোথাও কোথাও সড়কের অংশ দখল করে ব্যবসায়ীরা মালপত্র রাখছেন। এ ছাড়া কোন অটোরিক্সা ষ্ট্যান্ড না থাকায় সড়কের যত্রতত্র রিকশা, নছিমন-করিমন থামিয়ে রাখা হচ্ছে। ফলে যানজট প্রকট হচ্ছে।চকবাজারের ভেতর দিয়ে অবিলম্বে বিকল্প সড়ক প্রয়োজন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর পৌর মেয়র মো.খলিলুর রহমান টিপু মোল্লা বলেন, ‘শিগগিরই পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়কে মেরামত করা হবে।বিকল্প সড়ক তৈরীর বিষয়টি চিন্তা ভাবনা করছি।’