জাতীয় ডেস্কঃ
বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়ানোর পালা এসেছে। আজকে আমাদের কোমড় মোজা করে দাঁড়াতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সকল ভয়ভীতি, জেল জুলুমকে উপেক্ষা করে গণতন্ত্রের সংগ্রামে আন্দোলনে যোগ দিতে হবে। আমাদের সকলকে একত্র হয়ে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। তাই আসুন শপথ গ্রহণ করি যে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের সংগ্রামে অংশ নিয়ে জয়ী হতে পারি এবং অপশক্তি, একনায়ক শক্তিকে যেন পরাজিত করতে পারি এই হোক আমাকে প্রত্যয় ও শপথ।
আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, গণতন্ত্র হত্যায় সরকারের যারা এই অপকর্মের সঙ্গে লিপ্ত আছেন, যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তাদের দিন ফুরিয়ে এসেছে। আজকে মানুষ জেগে উঠছে এবং মানুষ তাদেরকে পরাজিত করবে।
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সরকার যে ধংস্বযজ্ঞ শুরু করেছে তাতে বাংলাদেশের অস্তিত্ব আজ দূর্বল হয়ে গিয়েছে। এই সরকারের মন্ত্রীরা ও আওয়ামী লীগের নেতারা বিচার বিভাগের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছে তা পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রীক রাষ্ট্রে এধরনের ভাষা ব্যবহার করা হয়নি।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমূখ।
পরে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মির্জা ফখরুল।