অন্তর্জাতিক ডেস্কঃ
লন্ডনে যে কোনো শিক্ষার্থীকে পড়াতে হলে প্রাইভেট শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত একটি সম্প্রতি হাউজ অব কমন্সে পাশ হয়েছে। ইংল্যান্ডে শিশুদের সুরক্ষার জন্য এ আইনটি পাশ করা হলো।
তিনি বলেন, ‘শিশুদের মাতা-পিতা অথবা লিগ্যাল গার্ডিয়ান একজন উপযুক্ত শিক্ষক প্রথমে পছন্দ করবেন এবং পরে তাদের সন্তানদের পরিচয়ে করিয়ে দেবেন। তবে যারা শিশুদের কিংবা তরুণদের পড়াবেন তাদের পুলিশ ভ্যারিফিকেশন সার্টিফিকেট আছে কি-না তা শিশুদের সঙ্গে পরিচয়ের আগেই নিশ্চিত হতে হবে।’
হাউস অব কমন্সে লেবার পার্টির এমপি মিস রাচেল মাস্কেল এই প্রশ্ন উত্থাপনকালে বলেন, ‘প্রতি চারজনের মধ্যে একজন শিশু স্কুলের বাইরে প্রাইভেট টিউটরের কাছে পড়ে। কিন্তু প্রাইভেট বা সেলফ-এমপ্লয়েড শিক্ষকরা নিজ উদ্যোগে নিজেদের ক্রিমিনাল রেকর্ড চেক না করায় শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।’
র্যাচেল জানতে চান, ‘সংশ্লিষ্ট মন্ত্রি এ বিষয়ে কী করছেন?’ তিনি বলেন, ‘মন্ত্রী আমার সঙ্গে দেখা করলে আমরা এ বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করতে পারি। কেন অবশ্যই আইন পরিবর্তন করা প্রয়োজন তা ব্যাখ্যা করা যেতে পারে।
মি. নাদিম বলেন, ‘আমি অবশ্যই মিস মাস্কেলের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করবো। আমি এ বিষয়ে কাজ করে যথেষ্ট খুশি হবো।’