অন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে দক্ষিণ টেক্সাস শহরের সান্তা ইফ হাই স্কুলে এ ঘটনা ঘটে।
সান্তা ইফ হাই স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিশোর হামলাকারী তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে। এ সময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে। এ ঘটনায় বেশ কজন হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি। প্রাথমিক হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।