অন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসা উ. কোরিয় প্রতিনিধি দলের সঙ্গে মুখোমুখি বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, ‘ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে ইচ্ছুক উ. কোরিয়া।’ তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। এমনকি উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ নিয়ে কিছু বলা হয়নি।
কিন্তু এর দুদিন আগেই শুক্রবার উত্তর কোরিয়ার ওপর ব্যাপক মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অবরোধের ক্রুদ্ধ প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং বলেছে, মার্কিন এই নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল।
আর এসব বাক-বিতণ্ডার দুদিন পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সুর নরম করার এই ইঙ্গিত পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা সাড়া’র কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা। বিবিসি।