আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে একটি হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ‘লস অ্যাঞ্জেলস টাইমস’
এক টুইট বার্তায় স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, অঙ্গরাজ্যটির লং বিচ এলাকায় গুলির ঘটনা ঘটেছে। নিহত ৩ জনই বয়সে তরুণ। আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তা জ্যাক হেলফিন বলেন, একটি হ্যালোউইন পার্টিতে এই ঘটনা ঘটেছে। আহতদের সবাই গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ঘরের বাইরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনও নিশ্চিত নয় পুলিশ।