আন্তর্জাতিক :
সৌদি জোটের হামলায় জর্জরিত দেশ ইয়েমেনে আজ শুক্রবার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ১০০ দিন পর ইয়েমেনে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলো।
বৃহস্পতিবার ইয়েমেনে সৌদি জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ বিরতির ঘোষণা দেয়। এরপই ইয়েমেনে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।
ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলের হাদ্রামাউত অঞ্চলে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি ইয়েমেনের আশ শির বন্দরে কাজ করতেন বলে জানিয়েছে ইয়েমেন সরকার। এছাড়া ওই লোকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও ইয়েমেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছেল।
এদিকে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর কারণে দেশটিতে করোনা রোগী পাওয়া যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এ বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘের কর্মকর্তা লিসে গ্রান্ডে বলেন, যদি ইয়েমেন করোনা ভাইরাস পাওয়া যায় তাহলে সেটি বিপর্যয় ডেকে আনবে।
গত পাঁচ বছরে সৌদি জোটের হামলায় ইয়েমেনে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।.