জাতীয় ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে একটি মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার দুপুরে যু্বদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে একথা জানেন।
তারা বলেন, সোমবার খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে ৮ মার্চ বুধবার দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এছাড়া ৯ মার্চ বৃহস্পতিবার জেলা শহরে এবং ১১ মার্চ শনিবার দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।